Friday, 10 February 2017

পরিণতি [কালিদাস রায়]


 


ইঁদুর বলে বয়স হলে
      আমি-ই হব হাতি,
দূর্বা বলে বংশ হব
      আমি তো তার নাতি |
রুই কাতলা যা হোক হব
      কয় পুঁঠি মাছ হেঁকে,
গুগলি বলে শঙ্খ হব
      হুগলী গাঙেই থেকে ||


EmoticonEmoticon