তুই নিবি মোরে, তোদের বাড়ী
আমি যাব বলে ঠিক করেছি, ভয় পাসনে, যা খাবি তা ই খাওয়াস মন থেকে যে বায়না ধরেছি। থাকার কথা ভাবছিস কেন? রাতটা না হয় কাটিয়ে দিলাম ঝি ঝি পোকার সুরের তাণে, তবুওত তোদের বাড়ী গেলাম। তোদের ওখানে কি আছেরে দেখার মত দেখব বলে, না না না ওসব কিছুনা, ভুল ভাবিসনে যা দেখাবি চোখ জুড়ালে চলে। তুই যে আমায়, হেরে নিবি আমর কিন্তু নাইরে কিছু, ভালবাসা যা ই আছে দিব না হয় নিলে পিছু। দেখবি তোদের বাড়ী, গেলে আমি পাখির মত ছড়িয়ে দিব ডানাখানি, সে ডানাতে ভর করবে যে; বলবে, থেকে যাও আর একটু খানি। তোর সাথে না হয়, নাইবা নিলি এ জীবনের কোন বাকে; দেখিস হাজির হব তোদের বাড়ী, শধু যাবার পথটা দেরে একে। ভাবছিস কিরে, থেকে যাব অনেক দিন আমার কি নাই পিছুটান? শধু তোকে দেখব বলে যাব আমি? যাব, ছড়িয়ে দিতে স্মৃতির বাণ। যদি আমি যায়রে তবে আমায় নিয়ে ঘুরতে হবে, যেথায় নিবি সেথায় যাব তোদের বাড়ী যাব যবে। খেতে না হয়, নাইবা দিলি তবে একটা আবদার রয়ে গেল, তোদের ওখানে যা বিখ্যাত খাওয়াবি , দেখাবি, এবার হল। নতুন দেশে যাব বলে যবে ফিরব শেষে, হয়ত আমার কাঁদবে হৃদয়, আরো কিছু ম্মৃতি, আমার সাঙ্গ হবে তোকে রাখতে মনে আরো কিছু সময়। লিচু বাগান তেঁজগাও ২৩ ভাদ্র ১৪২০ |
আজহারুল ইসলাম সোহাগ

Monday, 27 February 2017
তুই নিবি [আজহারুল ইসলাম সোহাগ]
Tags
Artikel Terkait
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon