চিতকাত চিতপটাং হায়রে বিদ্যুৎ
মাঝরাতে ভূতরে দেখতে কি উদ্ভুত।
বিদ্যুতে বয়ছে দেখ শনির হাওয়া
কুইক রেন্টাল থেকে এ মোদের পাওয়া।
ঝরঝর ঝরণা ঝরছে একি গাত্রে!
ঘুম হতে উঠে দেখি মাঝরাত্রে।
বই মেলে পরছে হতে হবে ফাষ্ট
বিদ্যুৎ বিভ্রাটে খুনসুটি মন
হল ব্রাষ্ট।
পেটেও বিভ্রাট চাইছে দিতে হবে
খাদ্য
রাত্রে রসনার জ্বালাটা মিটাবে
মজা করে অদ্য,
হয়েছে বিভ্রাট লেগেছে মাথা ফাট
চৌদ্দগোষ্টি উধ্যারে একদম ফাটাফাট।
মাঝরাতে হাক ছেড়ে ডাকির প্রকৃতি
সেথায় বিদ্যুত বিভ্রাটে বের হল
যকৃতি।
কর্মীরা ব্যস্ত একমনে কারখানার
চাকাতে
ন্যাস্ত কাজে বিভ্রাট বিদ্যুতে
শনির হাওয়াতে।
ল্যাম্প-পোষ্টে আলো নেই অন্ধকার
চারদিক
সন্ত্রাশ ঠুসঠাস নিয়ে গেল আহ!
সামগ্রিক
এরি মাঝে আছি বেঁচে এ বঙ্গদেশে
জনতা মরছে তাতে কি? আছি রঙ্গ-বেশে।
লিচু বগান তেজগাঁও
২২ ভাদ্র, ১৪১৯
EmoticonEmoticon