Monday 7 August 2017

ব‌স [আজহারুল ইসলাম সোহাগ]






বস যা‌বে হ‌জ্বে
তাইত নিল ছু‌টি,
‌ফি‌রে আ‌সোক ফের
বাধক আবার ঝু‌টি।
হা‌সি মাখা সদা
মু‌খে আভরন,
সুখ পাই স‌বে শু‌নে
ব‌লে ও-মান।
হা‌সি খেলার মা‌ঝে
কাজ করা য়াই?
বস‌কে নাইবা পেতাম
জা‌নিতাম কি তাই?
‌শিখ‌তে কারো নাইত মানা
যত প্র‌শ্নে‌রে বান
‌শি‌খি‌য়ে দি‌বে তোমায় তত
ক্লান্ত অবসান।
‌মেথর চামার মু‌চি
স‌বি এক সমান,
ব‌সের পাল্লাই
সবার একই মান।
তাইত স‌বে ছু‌টে আ‌সে
হাত বা‌ড়ি‌য়ে হা‌তে,
পালাই নাত ভ‌য়ে কেহ
‌নিঃভ‌য়ে যায় সা‌থে।
এরই মা‌ঝে র‌টে গেল
মান ভাঙ্গা‌তে ও-মান,
স‌বে এখন সবার সা‌থে
ও-মান ও-মান।
বড় রাঙ্গামা‌টিয়া আশ‌ুলিয়া,
২৩ শ্রাবণ, ১৪২৪




EmoticonEmoticon