Friday, 17 February 2017

বিলাই পাহলোয়ান [আজহারুল ইসলাম সোহাগ]






ওহ আহ বুকডান দিচ্ছে আজকাল,
কি যেন কি দেখছে সকাল বিকাল
বাহুখানা ফুলিয়ে দেখায় ছাতি;
মনে হয় এলাকার মাস্তান পাতি

দৌড় ঝাপ ফুসফাস কত করত,
বাহুটা ফুলিয়ে আর হাতে ধরত।
ডালভাত খেতেখেতে ভুড়িটা বাড়ছে;
তাইত সে নিত্য বুকডান করছে।

তার সাথে মিলে আরো দ’চার পাঁচ,
বাহুটা ফুলাতে দেখাচ্ছে ছাতির নাঁচ।
মনে হয় তারা নিজকে ব্যঘ্র মানে;
ডাল আর ভাত খায় নিজেরাও জানে।

আজকাল ছাতিখানা ফুলতে তারা,
করে কি কত, কেহ মানবেনা হারা।
তাইত বুকডান চলছে লম্ফঝম্ফ;
সবার হঙ্কারে যেন কম্পকম্প।

সহসা সে দিন ফুলাতে ছতি,
দৌড় দিয়েছিল এলাকার পাতি।
ব্যঘ্য ভেবে নিজকে করেছে আগুয়ান;
এড়েবেড়েছিড়ে হল বিলায় পহলোয়ান।

লিচুবাগান তেজগাঁও
১৬ আশ্বিন ১৪২০


EmoticonEmoticon