স্বপ্ন মোর দুঃস্বপ্ন হয়ে যায় মাঝে মাঝে,
আছ পাশে তবু কেন কাঁদি, সকাল বা সাঝে।
আমি ভাসিনা তোমায় ভাল, দিবার মত,
সান্ধ হলে অন্ধকারে হাড়িয়ে যায় তা শতত।
আমি ভাসিনা তোমায় ভাল চাঁদের মত,
ভোর হতে যা হাড়িয়ে যায় দিগন্ত যত।
আমি ভাসিনা তোমায় ভাল পথহারা পথিকের মত,
যে ক্ষণিকে হাড়াতে পারে অতল গহীন কত।
আমি ভালবাসি তোমায়, শধু আমার মত
কেমনে ফুটাব, জান তা, আমি শতত।
দিবার সূর্য নয়, আর নয় রাতের চাঁদ,
নয় সে পথিক, যার সম্মুখে রয়েছে ফাঁদ।
চাঁদ সূর্য়কে ঘিরে মোদের এ পরিবেশ,
প্রতিক্ষণে যে শ্যামল বায়ুু করছে মোদের বেশ।
ঘিরে শ্যামল বায়ু যেমনে আছে মোদের স্নায়ু ,
তার চেয়েও ভালবাসায় থাকব মোরা পরমায়ু।
সূর্য চাঁদ উদিলে , হেরে সারা বিশ্ব
ডোবিলে তারা , যেন ক্ষণিকের জন্য নিশ্ব।
আমার ভালবাসা তোমার জন্য ফুটিয়েছি এমনে,
জানি আমি, জানিবে তুমি, সাক্ষি দেবতা যেখানে।
গাবতলী নরসিংদী
২৬ আষাঢ়, ১৪১৮
EmoticonEmoticon