Monday 8 June 2020

পু‌টি মা‌ছের লাল শাড়ী [আজহারুল ইসলাম সোহাগ]

পু‌টি মা‌ছের লাল শাড়ী কবিতা , আজহারুল ইসলাম সোহাগ,

মন চায়‌ছে উ‌ড়ে যে‌তে আজ তাই‌তে,
র‌য়ে‌ছে বাধা মোর অদৃ‌ষ্টের পায় তে।
‌কু‌ড়ি বছর পার হল দেখা আর হয়না,
পু‌টি মা‌ছের লাল শাড়ী যেন গয়না।
বরষা আ‌সে সা‌থে নি‌য়ে মে‌ঘের গর্জন
‌রিম‌ঝিম বৃ‌ষ্টি চৌ‌দি‌কে শুরু হল বর্ষন,
ফস‌লের মাঠ বে‌য়ে স্রোত যায় নদী‌তে;
উৎসা‌হে মাছ নানান, দলব‌লে উজা‌তে।
বৃ‌ষ্টিরা থে‌মে যায়, তবে মা‌ঝে মা‌ঝে গর্জন;
মাছগু‌লো নিরুপায় বাঁধা প‌রে নির্জন।
ছুকড়ারা জাল নি‌য়ে চ‌লে ত‌বে মাঠ পা‌নে।
আইল কেটে জাল ফে‌লে ব‌সে থা‌কে এক ম‌নে।
বৃ‌ষ্টির পা‌নিরা নে‌মে যায় কলক‌লে;
মাছগু‌লো সা‌থে নি‌য়ে একদম ছলছ‌লে।
উৎসাহ থে‌মে যায় মাছগু‌লোর চঞ্চল,
য‌বে এ‌সে প‌রে জা‌লে হ‌য়ে যায় নিশ্চল।
উৎসব শেষ হয় বরষার আগম‌নে,
চার‌দি‌কে থৈয়‌থৈয় গ্রামখা‌নি যেন ক‌নে।
শাপলা শালুক আ‌সে বর্ষার ধা‌নের মা‌ঝে,
এভা‌বেই যুগান্তর, বে‌ঁচে আ‌ছি সকাল সা‌ঝে।
রড় রাঙ্গামিা‌টিয়া আশু‌লিয়া।
১৭ জৈষ্ঠ ১৪২৭

পু‌টি মা‌ছের লাল শাড়ী আজহারুল ইসলাম সোহাগ | Poti masar Lal Sari Azharul Islam Sohag


















EmoticonEmoticon