Monday 18 July 2022

বঙ্গ ভান্ডা‌রের জিম্মাদার [আজহারুল ইসলাম সোহাগ]

 






বঙ্গ ভান্ডা‌রের বি‌বিধ রতন

ক‌রে নিল কে? আপনার ক‌রে!

এত রতন কোথা গেল এখন?


কত উপমা, কতক কে ছাড়ি‌য়ে

শু‌নে‌ছি মোর জননী উপরে,

প‌রে শ‌ুনিলাম তলা ছিলনা তার,

তাই খে‌য়ে নিল যত ক‌ুমি‌রে।


আর কিছু কাল, দেখ‌বে উদ‌রে

জল ঢে‌লে ভর‌তে হ‌বে দুপু‌রে!

রা‌তের বেলা ঢে‌কে যা‌বে দি‌নের ক্লা‌ন্তি

উদ‌রে তখ‌নো জ্বল‌বেনা প্রশা‌ন্তি!


অ‌বোদ র‌য়ে গে‌লি তোরা

‌ভে‌বে‌ছিস, আ‌ছিত ভাল,

‌কে যা‌বে অন্যর ঢো‌ল বাজা‌তে।

এবার নি‌জের চামড়া দি‌য়ে ঢোল বানা।


শু‌নে‌ছি এত, ফো‌লে গেল ব‌ঙ্গের ভান্ডার,

আ‌মিও হয়ত মোটাতাজা হ‌য়ে‌ছি,

তাই তিন বেলা ঘাম ঝ‌রে গা‌ত্রে।

মা‌ঝে সা‌ঝে প্র‌তি গ‌হিন রা‌ত্রে।


আ‌মি হিস্যা চাই, কোথা যায়,

আমার ভান্ডা‌রের রতন?

আ‌মি জননী তোমার,

আমার দুগ্ধ তোমার।

আঁচল ধ‌রে যে দি‌য়ে‌ছে টান

‌সে কেম‌নে হয় মোর সন্তান?


ধ‌র্মের নাই কোন কা‌হিনী

‌যেথায় বাড়া‌বে হাত।

তু‌মি ক‌পোকাত,

‌মে‌নে নাও নইত ভা‌গো,

‌তোমার নাই ঠাই এ তল্লা‌টে

কারন তু‌মি আম।

তারা তোমায় তা‌চ্ছিল্য ক‌রে বলে।

অট্ট হা‌সির ছ‌লে।

আহ মে‌ঙ্গো পিপুল।


বড় রাঙ্গামা‌টিয়া আশু‌লিয়া

০৩ শ্রাবণ ১৪২৯

This Is The Newest Post


EmoticonEmoticon