পুষ্প বেশবাস আর নেবে না তারা
নিষা মধ্যহ্ন বেলা কেন এত তারাহুরা।
পাদুকা ছুড়ে ফেলে নীরবে থাকা,
মালিকা গেঁথে আল্পনা আঁকা।
ক্ষণস্থান সাজিয়ে সম্মান জানা
কেহ বুঝেনা মন দেয়না মানা।
বর্ষে একবার একি তাদের পাওয়া,
ভাষা তরে জীবন দিয়ে ছাড়িল ধরা।
কেমনে আছে তারা অদ্য গোড়
শান্তি পেতেছে কেমন চিরন্ত’ পুর।
দেহ ত্যাগ পরে চাইনা কেহ পুষ্পমালা,
চাহে শধু চাহে তারা দোয়ামালা।
*******
শিক্ষার আছে অনেক কিছু এ দিনে
এ দিন শিক্ষা’ মোদের মাথা না নোয়া,
অন্যায় আদেশে না পরুয়া হওয়া।
আইন দিয়ে বন্দি রাখার সীমানা ভাঙ্গা,
লাগি’ দিতে হবে বাধাদানকারী লগে দাঙ্গা।
প্রাণ বিলাতে হবে হেসে দেশের তরে
যেথা যা কিছু উঠুক ভয়ঙ্করে নেড়ে।
দেশ বাচিলে বাচিবে নিজের প্রাণ
প্রান বাচিলে বাচিবে নিজের মান,
মান বাচিলে হবেনা অসম্মান।
*****
এ দিন এনেছে মোদের অগ্রপথে যাত্রা
সম্মুখে বাধা থাকুক যত বড় মাত্রা।
রাখিতে হবে পায়ের তলায় ধুলায় মিশিয়ে,
শীরে ধারণ করিবে জয় আকাশ ছুয়ায়ে।
******
এমনই জয় আনতে হবে চল
এ দিন মোদের শিখিয়ে গেল,
যদি হয় প্রাণটা বিলাবে
অগ্রে এসে দাড়াতে হবে,
পৃথ্বী চোখ ধাঁধাতে দেবে
আবাক হয়ে দেখবে যবে,
রসাতল কেঁপে যাবে।
তাহলে অগ্রে তব
বিজয় কেতন হাতে পাবে।
গাবতলী নরসিংদী
২১ ফাল্গুন ১৪১৪
নিষা মধ্যহ্ন বেলা কেন এত তারাহুরা।
পাদুকা ছুড়ে ফেলে নীরবে থাকা,
মালিকা গেঁথে আল্পনা আঁকা।
ক্ষণস্থান সাজিয়ে সম্মান জানা
কেহ বুঝেনা মন দেয়না মানা।
বর্ষে একবার একি তাদের পাওয়া,
ভাষা তরে জীবন দিয়ে ছাড়িল ধরা।
কেমনে আছে তারা অদ্য গোড়
শান্তি পেতেছে কেমন চিরন্ত’ পুর।
দেহ ত্যাগ পরে চাইনা কেহ পুষ্পমালা,
চাহে শধু চাহে তারা দোয়ামালা।
*******
শিক্ষার আছে অনেক কিছু এ দিনে
এ দিন শিক্ষা’ মোদের মাথা না নোয়া,
অন্যায় আদেশে না পরুয়া হওয়া।
আইন দিয়ে বন্দি রাখার সীমানা ভাঙ্গা,
লাগি’ দিতে হবে বাধাদানকারী লগে দাঙ্গা।
প্রাণ বিলাতে হবে হেসে দেশের তরে
যেথা যা কিছু উঠুক ভয়ঙ্করে নেড়ে।
দেশ বাচিলে বাচিবে নিজের প্রাণ
প্রান বাচিলে বাচিবে নিজের মান,
মান বাচিলে হবেনা অসম্মান।
*****
এ দিন এনেছে মোদের অগ্রপথে যাত্রা
সম্মুখে বাধা থাকুক যত বড় মাত্রা।
রাখিতে হবে পায়ের তলায় ধুলায় মিশিয়ে,
শীরে ধারণ করিবে জয় আকাশ ছুয়ায়ে।
******
এমনই জয় আনতে হবে চল
এ দিন মোদের শিখিয়ে গেল,
যদি হয় প্রাণটা বিলাবে
অগ্রে এসে দাড়াতে হবে,
পৃথ্বী চোখ ধাঁধাতে দেবে
আবাক হয়ে দেখবে যবে,
রসাতল কেঁপে যাবে।
তাহলে অগ্রে তব
বিজয় কেতন হাতে পাবে।
গাবতলী নরসিংদী
২১ ফাল্গুন ১৪১৪
EmoticonEmoticon