Friday, 17 February 2017

অব্যক্ত প্রীতি [আজহারুল ইসলাম সোহাগ]



আজ সোনালী সকাল দেখ উদয় পথে,
দিবা যে এসেছে তারে আপনে নিতে।
পূর্বখ ভেদ করে উদিছে সোনার রবি;
স্নিগ্ধ ভবে উষা রাঙ্গা হল সবি।
রাক্তিমা উদয় তপন হেরিল যে ধরা,
তেমা’ আজো হয়নি সম্মুখ হেরা।
প্রথমা দিনের কথন পরে যায় মনে
যবে তোমা’ দেখা পায় ক্ষণে ক্ষণে।
অব্যক্ত যত কথা হলনা বলা
তব সনে আজো প্রিয় বলা।
প্রহর গনিতে থাকি আমি নিরবধি;
সে লগ্ন আসিবে কোন অবধি।
কল্পের কত পুরীতে ঘুরেছি একা,
তুমি আসিছ কখনো হয়ে মরিচিকা।
অব্যক্তর কত অবাঞ্চিত রাশি ব্যাথা
হৃদিতে জমা করেছি শধু অযথা?
বহিছে মনে মোর প্রণয়ের সমিরণ,
তুমি এসে ঢেকে দাও সে আবরণ।
কত কথা বলার ছিল প্রিয় তব সনে,
হলনা বলা মর্মের কথা রহিছে পরাণে।
মাঝে মাঝে খাব্তে কোথা চলে যায়;
চমকে বদন সম্মুখে আলেয়া নাড়ায়।
বিজন বনের শাখে ডাকিছে পিক,
শুনিতে সে ধ্বণি হয়েছি আসিক।
এ মোর হিয়ায় ব্যক্ত করে তব
যা বলিবে মোরে একে একে সব।
চকোরিনি জ্যোৎ¯œাতে যত সুখ পায়;
আমি তোমার সনে এতটুকো চাই।
থরে বিথরে মনে ভাসে তব প্রতিচ্ছবি;
কোথা হতে কোথা হারায় কোন অটবি।
অদূর হতে কত যে হেরেছি তোমায়,
অলক রাশি হেলেছিল ছরিয়ে গ্রীবায়।
বসিয়া বাতায়ন পাশে কত গোধূলি;
হেরেছিনু যবে ব্রীড়ায় গিয়েছ চলি।
তব আখি পাতে যবে চেয়েছিনু অনিমেষ
ত্রসে তাবে বাট ছেড়ে যেন তুমি নিঃশেষ?
তব মত লজ্জালু বালা দেখিনি আর,
একে একে যা তব সবি কর আমার।
বসন্তের আগমনে তরুতে জাগে কিসলয়;
জাগিবে মোদের প্রীতি বিক্ত হস্তের ছোয়ায়।
বসন্ত সমিরে উড়াব দুহে মর্মে প্রণয় কেতু;
ঝঞ্ঝাতে ভাঙ্গার আর নেই কোন হেতু।
স্কন্ধের ‘পর কোন সুকবরী দুলেছিল,
আমায় ডাকি সে নিভৃতে কথা কহেছিল।
তোমার অব্যক্ত যত কথা বলে দাও মোরে,
যত যূথিকা মালিকা পরিবে বলিব তারে।
বেশবাসের সাথে যত গোপন প্রীতি কথা;
একে একে বলে দেবে কর্ণ কুহরে সে একা।
কুহেলিকা ঝড়ের মত স্বপন খানি মোর;
বলা কি হবে না আর অল্প সুদূর।
অস্ত ররির মত ডোবিবে না মোর প্রীতি,
সে বিশ্বাস আজি মেিন উদিছে যে অতি।
মোর যত না বলার আদি অন্ত কথা,
আপন মনে বলিব তোমা’ করে যথা।

গাবতলী নরসিংদী
২০ আশ্বিণ ১৪১৫


EmoticonEmoticon